পিরোজপুরের কাউখালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে আওতায় কাউখালীতে ৩২টি সরকারি প্রাতিষ্ঠানিক ও ৬টি উন্মুক্ত জলাশয় ৬শত ৬কেজি রুই কাতলা ও দেশীয় শিং মাছ অবমুক্তকরণ করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় কাউখালী উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন- কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাংবাদিক ফোরামে সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, মৎস্য অফিসের মাঠ সহকারি সুমন খান।
মন্তব্য করুন