dailynobobarta logo
ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

সংখ্যালঘু নির্যাতনের ঘটনার বিচার এখনো হয়নি : রানা দাশগুপ্ত

Link Copied!

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, বিগত ২০০১ সালের নির্বাচনের পর এদেশের সংখ্যালঘুদের উপর ভয়াবহ নির্যাতন নেমে ছিল। বিএনপি সরকার তার বিচার করেনি। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দুই একটি ছাড়া আর কোন ঘটনার বিচার হয়নি।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। অস্তিত্বের লড়াইয়ে আসুন, সবাই ঐক্যবদ্ধ হই’-এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।

এসময় তিনি আরও বলেন,২০১৮ সালে নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামীলীগ নির্বাচনের ইশতেহারে ঘোষনা দিয়েছিল ঐক্য পরিষদ এর উত্থাপিত জাতীয় ঐক্যমতের ৭ দফার মধ্যে ৫ দফা বাস্তবায়ন করবে। নির্বাচনী ইশতেহারের ঘোষনা ছিল সংখ্যালঘু মন্ত্রনালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা হবে, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা হবে,অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন করা হবে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফাউন্ডেশন গঠন করা হবে, সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন করা হবে, বর্ণ বৈষম্য বিলোপ আইন প্রণয়ন এবং পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের বাস্তবায়ন করা হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাড়ে চার বছরে এর একটিও বাস্তবায়ন হয়নি।”

উস্থিতিদের আহবান জানিয়ে তিনি বলেন আসুন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর ঘোষিত ঐতিহাসিক ৭ দফা দাবী বাস্তবায়নের আন্দোলনে সামিল হই। বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনার ফিরিয়ে আনি। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের আরেক অন্যতম সভাপতি নির্মল রোজারিও।

তিনি বলেন,” এই সরকারের শাসনামলে সংঘটিত রামু, গোবিন্দগঞ্জ, সাঁথিয়া, ভোলা, নাসিরনগর, নোয়াখালী জেলার চৌমুহনী ও রাজগঞ্জে সংঘটিত সাম্প্রদায়িক হামলা ও ২০২১ সালের দুর্গোৎসবের সময় কুমিল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি পূজামন্ডপে বানোয়াট ঘটনা কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ী ঘর মন্দিরে হামলা ও একাধিক ঘটেছে। কিন্তু দূর্ভাগ্য এর কোনটির বিচার হয়নি বরং ফেইসবুকে কথিত বার্তা ছড়ানোর অভিযোগে কিছু সংখ্যালঘু যুবককে কারাগারে পাঠানো হয়েছে। আমরা মনে করি গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায় বিচারই পারে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে। বস্তবে আমরা সেই অবস্থা থেকে অনেক দূরে আছি। বর্তমানে রাষ্ট্রটি অসাম্প্রদায়িক হলেও সমাজ সাম্প্রদায়িক হয়ে গেছে।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতাএ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এ্যাডভোকেট জহর লাল ভৌমিক, এ্যাডভোকেট তাপস কুমার পাল, উত্তম চক্রবর্তী,সুপ্রিয়া ভট্টাচার্য, নিতাই প্রসাদ ঘোষ, গৌতম মজুমদার।

শংকর মজুমদার এর সভাপতিত্বে এবং এ্যাডভোকেট মিলন মন্ডল এর সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মনীন্দ্র কুমার নাথ, রমেন মন্ডল, শ্যামল পালিত, শৈবাল কান্তি সাহা, স্বপন চন্দ্ৰ নাথ, শিমুল সাহা। জেলার বিভিন্ন উপজেলা থেকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহস্রাধিক নারী-পুরুষ সমাবেশে মিলিত হন।

কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সালাউদ্দিন মাহমুদ জাহিদ