দেশের জনসংখ্যা বাড়ছে, বানের পানির মতো নির্বিচারে ধ্বংস করছে সবুজ বন-বনানী। সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বক্তব্যকালে বলেন- প্রত্যেকে কম করে তিনটি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। এখন বর্ষাকাল, গাছ লাগানোর উপযুক্ত সময়। এ বাক্যটি মানবজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।
কোনো পরিকল্পনা ছাড়াই আমরা গাছ কাটছি অবিরত। হিসাব করে জীবন-জীবিকা পরিচালিত না করলে বহুবিধ সমস্যায় পড়তে হবে আমাদের। গাছ কিন্তু আমাদের জীবনের অপরিহার্য একটি অংশ। গাছ প্রকৃতিপ্রদত্ত এক মহান সৃষ্টি। এ সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে হলে প্রকৃতি বিরুদ্ধ কাজ প্রতিরোধে আমাদের প্রয়োজনীয় ভূমিকা রাখতে হবে। মা যেমন সন্তানকে লালন-পালন করে ঠিক তেমনি গাছেরও যত্ন নিতে হবে আমাকে-আপনাকে। প্রয়োজনের সময় গাছ কেটে আমরা ব্যবহার করি। কিন্তু গাছের বংশবৃদ্ধি বিষয়ে তেমন একটা ভাবী না। তাই বলছিলাম- গাছকেও সন্তানের মতো যত্ন করলে এর সুফল আমরা পাবো।
দেশে জনসংখ্যা বাড়ছে বানের পানির মতো। গাছের বংশবৃদ্ধি দূরের কথা- নির্বিচারে ধ্বংস করছি সবুজ বন-বনানী। সবুজ বন-বনানীকে টিকিয়ে রাখতে হলে ‘বনায়নের’ কোনো বিকল্প নেই। নিজের বাড়ির আশপাশের খালি জায়গায় বনায়ন করা যায়। এতে নিজের মানসিকতাই যথেষ্ট।
বনায়নের উপযুক্ত সময় হলো বর্ষাকাল, এখন বর্ষাকাল চলছে। অন্য সময়েও বনায়ন করা যায়। সরকারি-বেসরকারি পর্যায়ে বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রায় তিনমাসের এই কর্মসূচি কতটা সফল হলো! সব পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা না গেলে কোনো সফলতা কিন্তু আসবে না।
ইতিমধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় যুবলীগ নেতা মো: জিয়াউল হক জিয়া। তিনি ঘিওর উপজেলার প্রতিটি উচ্চ বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ করেছেন।
যুবলীগের নেতার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক, মসজিদ, মাদ্রাসা, মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ।
সোমবার (২৮ আগস্ট) সকালে গোলাপনগর কবরস্থান, তেরশ্রী কেএন ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে, পয়লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার ও গ্রাম পুলিশদের মাঝে, সিংজরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে, সিংজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশদের মাঝে বিভিন্ন প্রজাতির মোট চার হাজার চারা বিতরণ ও রোপন করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ জিয়াউল হক জিয়া।