আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। এশিয়া কাপে টিকে থাকতে হলে আজ বাংলাদেশের জয়ের বিকল্প নেই। বাচাঁ-মরার লড়াইয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। জয় ছাড়া যেখানে বিকল্প নেই, টিকে থাকতে হলে জিততেই হবে টাইগারদের। অন্যথায় নিশ্চিতভাবেই ধরতে হবে বাড়ির পথ।
টাইগারদের টিকে থাকার লড়াইয়ের ম্যাচটি গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে রশিদ খানদের হারালেও সাকিব আল হাসানদের পরের রাউন্ডের ভাগ্য নির্ভর করবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের উপর। এমন সমীকরণের দিনে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার হারের পর আজ ঘুরে দাঁড়ানোর মিশন টাইগারদের সামনে। অপরদিকে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে আফগানিস্তান।
বাঁচা-মরার লড়াইয়ে আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এক ম্যাচ খেলেই বাদ পড়েছেন ওপেনার তানজিদ তামিম। অপরদিকে আরো বাদ পড়েছেন শেখ মাহেদি ও পেসার মুস্তাফিজুর রহমান। দলে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন, শামিম হোসেন ও হাসান মাহমুদ। এদিকে আফগানিস্তান ওয়ানডে দলে ৬ বছর পর সুযোগ পেয়েছেন অলরাউন্ডার করিম জানাত।
বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকি।