লক্ষ্মীপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারী হসপিটালের আয়োজনে শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমানের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক বেগম সুরাইয়া জাহান। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মাহমুদা সুলতানা, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মহিউদ্দিন তুহিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন্নাহারসহ শিক্ষার্থী ও অভিববাকবৃন্দ।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে এই প্রাথমিক বিদ্যালয়ের ১১৮জন শিক্ষার্থীদের ২০২৫ সাল পর্যন্ত বিনামূল্যে প্যাকেটজাত তরল দুধ পান করানো হবে।