dailynobobarta logo
আজ বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | ৪:৩৩ অপরাহ্ণ
ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

সাফে গত পাঁচ আসরে ব্যর্থতা সঙ্গী ছিল বাংলাদেশের। প্রতিবার বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। ১৪ বছর পর লাল সবুজ দল এবার খেলেছে সেমিফাইনাল। তাতে ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে জামাল ভূঁইয়াদের।

বৃহস্পতিবার বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার হালনাগাদকৃত র‍্যাংকিং প্রকাশ করে। এর আগে বাংলাদেশের অবস্থান ছিলো ১৯২তম। তিন ধাপ এগিয়ে এখন ১৮৯তম স্থানে জায়গা করে নিয়েছে লাল সবুজ দল।

আঞ্চলিক শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে এবার মন মাতানো ফুটবল খেলেছে জামাল ভূঁইয়ারা। শুরুতে লেবাননের কাছে ২-০ গোলে হারলেও পরে মালদ্বীপকে ৩-১ গোলে বিধ্বস্ত করে টিকে থাকে টুর্নামেন্টে। তারপর ভুটানকে একই স্কোরলাইনে উড়িয়ে বি গ্রুপের রানার্সআপ হয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। সেখানে কুয়েতের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করলেও কপাল পুড়েছে অতিরিক্ত সময়ে। এই কুয়েতও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছে ৪ ধাপ। তাদের অবস্থান এখন ১৩৭। উন্নতি হয়েছে সাফজয়ী ভারতেরও। তারা একধাপ এগিয়ে ৯৯তম স্থানে রয়েছে।

প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনও পরিবর্তন হয়নি। শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল। তারপর যথাক্রমে আছে ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ইতালি, পর্তুগাল ও স্পেন।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com