dailynobobarta logo
আজ সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঝালকাঠিতে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ

প্রতিবেদক
অহিদ সাইফুল, ঝালকাঠি প্রতিনিধি
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | ৫:৫৯ অপরাহ্ন
ঝালকাঠিতে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ

ঝালকাঠির নলছিটি উপজেলায় সত্তর বছরের বৃদ্ধের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করেন। এ ব্যাপারে রবিবার দিবাগত রাতে ধর্ষিতার মা নলছিটি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। একমাত্র আসামী মো. মুজিবর হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.আতাউর রহমান।

এজাহার সূত্রে জানা যায়, গত রবিবার দুপুর ১২টার দিকে ধর্ষিতার পরিবারের সদস্যরা জরুরি কাজে বাড়ির বাহিরে যান। বাড়িতে একা পেয়ে তাকে জোর করে ধর্ষণ করে মজিবুর হাওলাদার। এসময় তার মা বাড়িতে এসে বাড়ির সামনের ফটক বন্ধ দেখে মেয়েকে ডাক দিলে মেয়ে এসে দরজা খুলে দেয়। তখন দেখতে পান মো. মজিবুর রহমান হাওলাদার বাসার পিছনের দরজা দিয়ে বের হয়ে দ্রুত হেটে যাচ্ছেন। তার আচরন সন্দেহজনক মনে হলে মেয়েকে জিজ্ঞাসা করলে ধর্ষণের কথা স্বীকার করেন। মজিবর হাওলাদার উপজেলার কাঠিপাড়া এলাকা বাসিন্দা তার পিতার নাম মৃত চানু হাওলাদার।

নলছিটি থানা অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান, এজাহার দায়েরের পরই অভিযান চালিয়ে আসামী মো. মজিবর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তীতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com