dailynobobarta logo
আজ শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

সিলেটে ‘কলম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’ অনুষ্ঠিত

প্রতিবেদক
শহীদুর রহমান জুয়েল, সিলেট ব্যুরো
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৫২ পূর্বাহ্ণ
সিলেটে 'কলম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন' অনুষ্ঠিত

সিলেটে কলম সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্যসহ দেশ বিদেশের একঝাঁক কবি সাহিত্যিকদের অংশগ্রহণে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো কলম সাহিত্য সম্মিলন-২০২৩।

গতকাল শুক্রবার ১৫ সেপ্টেম্বর সিলেটের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বিকেল ৩-০০ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়। একঝাঁক নক্ষত্র এবং পদাধিকারিক গুণী মানুষের উজ্জ্বল উপস্থিতি মঞ্চকে আলোকিত করেছিলো। আর ছিলেন- প্রতিবেশী প্রিয় দেশ ভারত থেকে আগত বিশিষ্ট কবি সাহিত্যিক বৃন্দ।দুই দেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সংগঠনের সমন্বয়ক আশীষ দে এর সভাপতিত্বে ও মিত্রা দে এর পরিচালনায় মহতী এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন- ভারতের সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জয়সওয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-১ আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ।

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট লেখক গবেষক সুনির্মল কুমার দেব মীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রখ্যাত চিকিৎসক, লেখক ও গবেষক অধ্যাপক ডা: মামুন আল মাহতাব, সিলেট সিটি কর্পোরেশনের ০৮নং ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি, কবি মুহিত চৌধুরী, কবি বাবুল দেব, ভারত থেকে আগত কবি ও জিরো পয়েন্ট পত্রিকার সম্পাদক আঞ্জু মনোয়ারা আনসারী, সেখ আব্দুল মান্নান, কবি সন্দীপ রায় নীল,প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন- কবি সাংবাদিক ও সাহিত্যিক দেবব্রত রায় দীপন, ছড়াকার কামরুল আলম, হিমাংশু রায় হিমেল, শহীদুর রহমান জুয়েল, সুজন পুরকায়স্থ, উৎপল বড়ূয়া, গীতিকবি বিপুল চন্দ, রিপন এষ চৌধুরী, নিখিল দে, অপরেশ দাস অপু রথীন্দ্র দাস, বিধান চন্দ, মলয় কর, মনন চন্দ, দ্বীপ রায়, রিংকু পাল, বিভাস বৈদ্য, পলি দেব, শিল্পী পাল, পাপড়ী রায়, আলমগীর আলম, এম এ ওয়াহিদ চৌধুরী, যীশু আচার্য, অভি দাস, নারায়ন ঘোষ, প্রিন্স সেন, শফিক আহমেদ, নাসিম আহমেদ, রত্না সেন, প্রমূখ।

সাহিত্য ও সংস্কৃতিই পারে এপার বাংলা ও ওপার বাংলার অতীত ঐতিহ্যের মেলবন্ধনকে ধরে রাখতে। তাই এরকম সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড আগামীতেও অব্যাহত রাখার প্রতি জোর আরোপ করে বক্তারা বলেন আগামীতে আরো বড় পরিসরে সাহিত্য সম্মিলন আয়োজন করলে দু-দেশের সেতুবন্ধন আরো সুদৃঢ় হবে। এসময় প্রায় একগুচ্ছ কবির স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান এক অনন্য মাত্রা পায়।

এছাড়াও কলম সাহিত্য প্রতিযোগিতায় পুরস্কার প্রাপক দুই বাংলার মোট চারজনকে কলম সাহিত্য পুরস্কার২০২৩ দেওয়া হয়। এই পুরস্কার পান পশ্চিমবঙ্গ, ভারত থেকে কবি আঞ্জু মনোয়ারা আনসারী এবং সন্দীপ রায় নীল এবং বাংলাদেশ থেকে নীলকান্ত দাস ও আহমদ শাফি।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই মেলবন্ধন ও উদ্যোগকে সাধুবাদ জানান। ভবিষ্যতে এই উদ্যোগ যে সুদূরপ্রসারী এবং বৃহৎ পরিসরে হবে সে ব্যাপারে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com