বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে ফাইনাল খেলার চিন্তা মাথায় নিয়েই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছিল তবে ফাইনাল খেলার চিন্তাকে আর বাস্তবে রূপ দিতে পারেনি সাকিব আল হাসানের দল। তাই অনেক আশা নিয়ে গেলেও হতাশা নিয়েই দেশে ফিরলো বাংলাদেশ দল।
আজ বেলা সাড়ে ১১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টাইগাররা। দুর্দান্ত কিছু করার আশায় এশিয়া কাপে রওনা দেওয়া বাংলাদেশ প্রথম ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে শুরু করে। পরের ম্যাচে আগফানিস্তানের বিপক্ষে বড় জয়ে সুপার ফোর নিশ্চিত করলেও এই অংশের প্রথম দুই ম্যাচেই হেরেছে সাকিব আল হাসানের দল। টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর অবশ্য ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে আত্মবিশ্বাস বাড়ানোর জয় পেয়েছে টাইগাররা।
দেশে ফেরার পর অবশ্য সাকিব আল হাসানের দলের বেশি বিশ্রামের সুযোগ নেই। ২১ তারিখেই আবার মাঠে নেমে পড়তে হবে এবারের প্রতিপক্ষ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড।