dailynobobarta logo
আজ শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

মেলান্দহে ৬ দিন ধরে অবরুদ্ধ এক কৃষক পরিবার

প্রতিবেদক
রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৩৭ অপরাহ্ন
মেলান্দহে ৬ দিন ধরে অবরুদ্ধ এক কৃষক পরিবার

জামালপুরের মেলান্দহে বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে এক কৃষক পরিবারকে ৬ দিন ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। একই সঙ্গে কেটে ফেলা হয়েছে ওই পরিবারের নানা প্রজাতির গাছ। এ ঘটনায় মেলান্দহ থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবারটি।

গত (১১ সেপ্টেম্বর) সকাল হতে আজ পর্যন্ত ওই কৃষক পরিবারটি অবরুদ্ধ রয়েছে। উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ঝাউগড়া (ধুলাউড়ি মুড়ে) এলাকায় বসবাস করেন ওই কৃষক পরিবার। ওই পরিবারের মৃত সামছুল হকের ছেলে সুলতান মিয়া এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন।

সুলতান মিয়া জানান, ঝাউগড়া মৌজার ৯৩১ ও ৯৩২ নং দাগের ৫০ শতাংশ ভূমি আমার পৈত্রিক সম্পত্তি। এ জমিতে ঘরবাড়ি করে দীর্ঘদিন ধরে আমরা বসবাস করছি। জমিটি দখল করার জন্য মধ্য ঝাউগড়া এলাকার মৃত কছিমদ্দনের ছেলে মোস্তফা (৬০), মোস্তাফার ছেলে রাসেল (৪০), রুবেল (৩৫), রুস্তম আলীর ছেলে লিয়াকত (৫৫), লিয়াকতের ছেলে আনিছ (৩০) ও মজনুর স্ত্রী নাছিমা বেগম (৪৫) দীর্ঘদিন ধরে পাঁয়তারা করে আসছে। আমি ও পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে গত সোমবার সকাল ১০ টায় তারা ওই জমিতে জোরপূর্বক বাশেঁর বেড়া দেন। এমনভাবে বেড়া দেন যাতে আমাদের বাইরে বের হওয়ার উপায় নেই। আমরা ৬ দিন ধরে বাড়িতে অবরুদ্ধ অবস্থায় আছি।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। তবে ঝাউগড়া ইউনিয়নে চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা চৌধুরী হেনা বলেছেন, আমি ঢাকা থেকে ফিরে একটা ব্যবস্থা করবো।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সেলিম মিঞা বলেন, স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুত সময়ে মধ্যে এ বিষয়ে একটা ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com