পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছয় ইউনিয়নের প্রায় ১ লক্ষ ১৫ হাজার মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল হলো- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়ার পর ২য় অপারেশন হলো কোলেসিস্টেক্টমির (পিত্তথলির পাথর)।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবীর’র আয়োজনে সফলতার সঙ্গে অপারেশনটি সম্পন্ন করেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী।
জনৈক রোগীর অপারেশন টিমে ছিলেন, আ্যানেসথেসিয়া কনসালটেন্ট ডাঃ বিশ্বজিৎ, সহকারী হিসেবে ডাঃ অনন্যা পাল ও শাফায়েত লস্কর। এসময় আরও উপস্থিত ছিলেন, গাইনী কনসালটেন্ট ডাঃ নাহিদ সিদ্দিকা এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহিদ হাসান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ হুমায়ূন কবীর জানান, পঞ্চগড় জেলা সিভিল সার্জন এর সার্বিক সহযোগিতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিত্যনতুন এ্যাডভান্সড সার্ভিস যুক্ত করা সম্ভব হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন যোগ হলো পিত্তথলির অপারেশন। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবায় নতুন মাত্রা পেল।
তিনি আরও জানান, উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ৪২ বছর পর গত ১৪ সেপ্টেম্বর এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন যাত্রা শুরু করার পর এটি দ্বিতীয় অপারেশন। আটোয়ারী বাসীর সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণে উপজেলার স্বাস্থ্য কার্যক্রম এগিয়ে চলেছে বলে জানান তিনি।