dailynobobarta logo
আজ সোমবার, ২ অক্টোবর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

বৈশ্বিক আঘাতে রাষ্ট্র ব্যবস্থা ভেঙ্গে পড়বে : আ স ম রব

প্রতিবেদক
দৈনিক নববার্তা ডেস্ক
সোমবার, ২ অক্টোবর ২০২৩ | ৫:৪৭ অপরাহ্ন
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক না হলে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা-সহ বৈশ্বিক আঘাতে আমাদের দুর্বল রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে।

ভোটারবিহীন ক্ষমতা দখলের খেসারত হিসেবে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান আইনগতভাবে ও নৈতিকভাবে ধসে পড়েছে এবং রাষ্ট্র একটি গণ-লুটপাটের কারখানায় পরিণত হয়েছে। বিদ্যমান বাস্তবতাকে উপেক্ষা করে শুধু ক্ষমতার উন্মাদনায় ক্ষমতা ধরে রাখার অপকৌশল হবে- সরকার এবং দেশের জন্য আত্মঘাতী। ক্ষমতাসীন দল তার স্থূল স্বার্থ রক্ষায় ‘জাতীয় নিরাপত্তা’কে চরম ঝুঁকিতে ফেলে দিচ্ছে।

তিনি আরো বলেন, বৈরী বিদেশী শক্তির আক্রমন বা হুমকি মোকাবিলা করে আমাদের জাতীয় নিরাপত্তাকে সুসংহত করায়- ইতিহাস সচেতন, দেশপ্রেমিক, চৌকশ, দক্ষ ও আধুনিক সেনাবাহিনী যেমন প্রয়োজন, তেমনি জাতীয় রাজনীতিতে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি জারি রেখে জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করাও প্রয়োজন।

এই লক্ষ্যে বর্তমান সরকারকে বিদায় করেই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে। জেএসডি স্থায়ী কমিটির সদস্য এস এম আনসার উদ্দিন-এর শোক সভায় বক্তৃতা কালে আ স ম রব (ভার্চুয়ালি যুক্ত হয়) এসব কথা বলেন। জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব।

সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব এর সভাপতিত্বে শোক সভায় আলোচনায় অংশগ্রহণ করেন- দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, অ্যাডভোকেট কে এম জাবির, এ কে এম মিজানুর রশিদ চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, আব্দুল্লাহ আল তারেক, এম এ ইউসুফ, কামাল উদ্দিন মজুমদার সাজু, মোশারফ হোসেন, আব্দুল মান্নান মুন্সী, কামরুল আহসান অপু, ফারজানা দিবা, আহসান ভূঁইয়া, মোঃ মোস্তাক, আনিসা রত্না, তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com