dailynobobarta logo
আজ বুধবার, ৪ অক্টোবর ২০২৩ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

অতিবৃষ্টিতে লন্ডভন্ড ভারতের সিকিম, ২৩ সেনা নিখোঁজ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ৪ অক্টোবর ২০২৩ | ৪:১৯ অপরাহ্ণ
অতিবৃষ্টিতে লন্ডভন্ড ভারতের সিকিম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বর্ষণে আকস্মিক বন্যায় ২৩ সেনা সদস্য নিখোঁজ। অতিবৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিখোঁজ সেনাদের এখনও হদিস পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড বিবৃতিতে জানিয়েছে, ‘উজান থেকে আসা ঢলে লাচেন উপত্যকার কিছু স্থাপনা ক্ষতির মুখে পড়েছে। চুংথাং বাঁধের পানি ছেড়ে দেওয়ায় পানির স্তর হঠাৎ ১৫-২০ ফুট উচ্চতা বেড়ে পরিস্থিতি আরও অবনতির দিকে। সেনা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৩ সেনা নিখোঁজের পাশাপাশি কয়েকটি সামরিক গাড়ি স্রোতে ভেসে গেছে। উদ্ধার অভিযান চলমান।’

গত রাতে টানা ভারী বৃষ্টি হয়েছে সিকিমজুড়ে। উত্তর সিকিমের লোনাক হ্রদের ওপর মেঘ বিস্ফোরণে তিস্তা নদীর পানির স্তর কয়েকগুণ বেড়ে যায়। প্রতি ঘণ্টায় যদি ১০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয় তাহলে মেঘ বিস্ফোরণ বলা হয়ে থাকে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাসিন্দাদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন।

তিস্তা নদী বাংলাদেশে প্রবেশের আগে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়। গত কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

সিকিমে গুরুত্বপূর্ণ সড়ক ধসে যোগাযোগ ব্যবস্থা ভেঙে বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com