নাগরিক অধিকার করতে সুরক্ষন, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৬ অক্টোবর) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘিওর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, স্বাস্থ্য কেন্দ্রের সেবক সেবিকা, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশগণ এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন