dailynobobarta logo
আজ সোমবার, ৯ অক্টোবর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
সোমবার, ৯ অক্টোবর ২০২৩ | ২:৪৪ অপরাহ্ন
নেদারল্যান্ডস নিউজিল্যান্ড

ভারতে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩। আসরে অংশ নেওয়া দশ দলের প্রতিটিই নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। আজ হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে দুপুর ২.৩০ মিনিটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড ও ১২ বছর পর বিশ্বকাপে ফেরা নেদারল্যান্ডস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী দিনে ছিল না জমকালো আয়োজন। তবে ঠিকই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় করে রেখেছে নিউজিল্যান্ড। কিউই ঝড়ে রীতিমত উড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইনজুরির কারণে এই ম্যাচেও নেই কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে এই ম্যাচে জিমি নিশামের পরিবর্তে দলে ফিরেছেন লকি ফার্গুসন। বাকি দল অপরিবর্তিতই রয়েছে।

অন্যদিকে লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েও প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮১ রানে পরাজিত হওয়া ডাচরা সেই ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। সাইব্রান্ড এঙ্গেলব্রান্ড ও রায়ান ক্লেন দলে এসেছেন।

নিউজিল্যান্ড একাদশ:
উইল ইয়ং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম লাথাম (অধিনায়ক), লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ও ট্রেন্ট বোল্ট।

নেদারল্যান্ডস একাদশ:
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), রায়ান ক্লেন, সাইব্রান্ড এঙ্গেলব্রেখট, রোলেফ ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com