dailynobobarta logo
আজ মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ডাচদেরও উড়িয়ে দিলো নিউজিল্যান্ড

প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ | ১:১৯ পূর্বাহ্ণ
ডাচদেরও উড়িয়ে দিলো নিউজিল্যান্ড

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ডাচদের ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ২০১৯ সালের রানার্সআপ কিউইরা। ব্যাটিংয়ে ৩৬ রানের পাশাপাশি বোলিংয়ে ৫ উইকেট তুলে নিয়ে একাই ডাচদের হারিয়ে দেন কিউই অলরাউন্ডার মিশেল স্যান্টনার।

সোমবার (০৯ অক্টোবর) রাজিব গান্ধী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ৪৬.৩ ওভারে ২২৩ রানেই গুটিয়ে যায় ডাচরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বোনাস পয়েন্ট তুলে নিয়েছিল কিউইরা। এবার অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসকেও ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।

৩২৩ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রার জবাব দিতে নেমে ৪৬.৩ ওভারে ২২৩ রানে গুটিয়ে যায় বাছাইপর্ব খেলে আসা নেদারল্যান্ডস। ওয়ানডাউনে নেমে ৬৯ রানের ইনিংস খেলেন কলিন আকারম্যান। মিডল অর্ডারের তেজা নিদামানুরু ২১, স্কট এডওয়ার্ড ৩০ ও সাইব্রান্ট এলগেলব্রেচ্ট ২৯ রান করেন। ব্ল্যাকক্যাপস স্পিনার মিশেল স্যান্টনার ৫৯ রানের বিনিময়ে ৫টি এবং ম্যাট হেনরি ৩টি উইকেট শিকার করেন।

এর আগে হায়দরাবাদে টস হেরে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে ৬৭ রান তুলে ফেলে দুই ব্ল্যাক ক্যাপস ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ৩২ রানে ফিরে যান কনওয়ে। উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র ৭৭ রানের জুটি গড়ে কিউইদের এগিয়ে দেন। সাত চার ও দুই ছক্কায় ৭০ রানে সাজঘরে ফেরেন ইয়ং।

ইংলিশদের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া রাচিন ফিফটি তুলেই সাজঘরে ফিরে যান। ৫১ বলে ৫১ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন কিউই অলরাউন্ডার। ফিফটি তুলে নেন অধিনায়ক টম ল্যাথামও। ৫৭ রানের ক্যামিও খেলেন ব্ল্যাক ক্যাপস কাপ্তান। এ ছাড়া ড্যারেল মিশেল ৪৮ ও মিশেল স্যান্টনার শেষদিকে ১৭ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেললে ৩২২ রানে থামে নিউজিল্যান্ড।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com