কুড়িগ্রামের রাজারহাটে সদর ইউনিয়ন শাখার ছাত্রলীগের উদ্যাগে এক বিশাল ছাত্রলীগ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ অক্টোবর ২০২৩ই সোমবার সন্ধ্যায় রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ছাত্রলীগ কর্মী সমাবেশ অনু্ষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহওয়ার্দী বাপ্পি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ সভাপতি সাজেদুর ইসলাম মন্ডল (চাঁদ), জেলা পরিষদের সদস্য এনামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগে সভাপতি সুমন কুমার রায়।
এ সময় উপস্থিত ছিলেন- সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাহানুর আলম সোহেল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ছাত্রলীগ নেতা নাজমুল ইসলামসহ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।