ছদ্মবেশে দর্শকদের সাথে বসে ‘প্রিয়তমা’ সিনেমা দেখলেন ইধিকা পাল। নিজের দেয়া কথা তিনি রাখলেন। ইধিকা পাল বলেছিলেন যদি কলকাতাতে ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তি না পায় তাহলে তিনি বাংলাদেশে এসে নিজের ক্যারিয়ারের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দেখবেন। সেই কথা রাখলেন কলকাতার সিরিয়াল থেকে বড় পর্দায় আসা অভিনেত্রী ইধিকা পাল।
কোরবানীর ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি মুক্তির পরপরই সফলতা পায়। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ছবিটিতে ইধিকা পালের অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে।
প্রিয়তমায় কাজ করতে পেরে আনন্দিত এই অভিনেত্রী। গতকাল (২৪ জুলাই) ঢাকার স্টার সিনেপ্লেক্সে ছদ্মবেশে দর্শকদের সাথে বসে দেখলেন নিজের সিনেমা। নিজেকে বড় পর্দায় প্রথম আবিষ্কারের অনুভূতি প্রকাশ করতে যেয়ে এই অভিনেত্রী ফেসবুকে লিখেন- অনুভূতিগুলোকে লুকিয়ে রাখার অথবা ছদ্মবেশে রাখার অভ্যাস আমার। এবার ছদ্মবেশে শ্রোতাদের সঙ্গে বিগ স্ক্রিনে দেখলাম আমার প্রথম ফিচার ফিল্মটিও।