খাগড়াছড়িতে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুমিল্লা যাওয়ার পথে রামগড় সড়কের এগার মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ জন যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রামগড় এগার মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত যাত্রীরা জানায়, সকালে পানছড়ি উপজেলা থেকে কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে আসা শান্তিপরিবহনের যাত্রীবাহী বাসটি পথিমধ্যে খাগড়াছড়ি-রামগড় সড়কের এগার মাইল এলাকায় আকা বাকা মোড় অতিক্রম করার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। আহত হয় বাসের ৩০জন যাত্রী।
তাৎক্ষনিক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রামগড় থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত যাত্রীদেরকে গুইমারা বিজিবি হাসপাতাল, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক নববার্তা কে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় রামগড় থানা পুলিশ। পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য শান্তি পরিবহনের বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচলে কোন ব্যাঘাত হচ্ছে না সব কিছু স্বাভাবিক রয়েছে।