শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলার সদর উপজেলার ঘুঘুরাকান্দি-বেতমারী ইউনিয়নের চরখারচর মধ্যপাড়া গ্রামে গতকাল ২১ অক্টোবর শনিবার সকাল ৭টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ ২২ মাদক মামলার আসামী কুখ্যাত মাদক সম্রাট বাদল খান (৪৫) কে গ্রেফতার করেছে।
ধৃত বাদল খাঁন সদর উপজেলার চরখারচর মধ্যপাড়া গ্রামের মৃত সাহাম আলী খানের ছেলে। এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ শনিবার সকালে শেরপুর সদর উপজেলার চরখারচর মধ্যপাড়া গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় মাদক কারবারী বাদল খানের বশতঘর এবং তার দেহ তল্লাশী কালে পরিহিত লুঙ্গীর কোচায় রক্ষিত একটি প্লাস্টিকের কৌটা থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং সেই সাথে তাকে আটক করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত বাদল খানের বিরুদ্ধে ২২টি মাদক মামলা আদালতে বিচারধীন রয়েছে।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হক ধৃত আসামী বাদল খানকে শেরপুর সদর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং-৫৩।