dailynobobarta logo
আজ রবিবার, ২২ অক্টোবর ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

মা‌টিরাঙ্গায় ১১৫২ লিটার চোলাই মদসহ আটক ১

প্রতিবেদক
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি
রবিবার, ২২ অক্টোবর ২০২৩ | ২:৪০ অপরাহ্ণ
মা‌টিরাঙ্গায় ১১৫২ লিটার চোলাই মদসহ আটক ১

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় দেশিয় তৈরী চোলাই মদসহ মিনি পিকআপ জব্দ ও একজন কে আটক করা হয়েছে। গতকাল শ‌নিবার (২১ অ‌ক্টোবর ২০২৩) রাত অনুমান সা‌ড়ে ১০টার সময় মাটিরাঙ্গা বাজারস্থ পুলিশ বক্সের সামনে তল্লাশি চালিয়ে ১১৫২ লিটার চেলাই মদসহ আইয়ুব আলী (৩৫) নামক এই ব্যক্তিকে আটক করে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, গোপন সংবাদের সূত্র ধরে পু‌লিশ ফোর্স নীল রং‌গের এক‌টি পিকআপ মাটিরাঙ্গা পৌরসভার সামনে পৌঁছাইলে গাড়িটি থামানোর জন্য চালককে সংকেত দেয়। তখন গাড়ির চালক গাড়িটি না থা‌মি‌য়ে দ্রুত গতিতে ঢাকা-চট্টগ্রামের অভিমুখে যে‌তে থাকে। এরপর পিকআপটি মাটিরাঙ্গা বাজারস্থ পুলিশ বক্সের সামনে আঞ্চলিক মহাসড়কের উপর গাড়িটিকে আটক করা হয়।

পু‌লিশের গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের সা‌থে তাৎক্ষনিক পারিপার্শ্বিকতার মিল পাওয়ায় গাড়িটির চালক আইয়ুব আলীকে আটক ক‌রে এবং সাথে থাকা অপর ব্যক্তিটি দ্রুত পিকআপ হ‌তে লাফি‌য়ে পালি‌য়ে যায়।

পু‌লি‌শের জিজ্ঞাসাবাদে পিকআপ গাড়িটির চালক জানায়, তাহার নাম আইয়ুব আলী ও বয়স ৩৫ বছর। পলাতক আসামীর নাম আমিন (৪০),(মামুন মাষ্টারের সৎ ভাই), পিতা- জহির, সাং-কবরস্থান নতুন মসজিদের পাশে, ০৩নং ওয়ার্ড, দীঘিনালা সদর ইউপি, থানা-দীঘিনালা, জেলা-খাগড়াছড়ি। জিজ্ঞাসাবাদে আটক আসামী আরো জানায়, উক্ত মিনি পিকআপ গাড়িটির পিছনের বডিতে দেশীয় তৈরী চোলাই মদ রয়েছে।

আটককৃত আসামী আইয়ুব আলী (৩৫), পিতা-সুলতান মাহমুদ, মাতা-জাহানারা বেগম, সাং-প্রহর চান্দা (আইয়ুবের বাড়ী), ০৭নং ওয়ার্ড, বড়ইতলী ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে -থানা বাজার (জসিমের বাড়ীর ভাড়াটিয়া), ০৩নং ওয়ার্ড, দীঘিনালা সদর ইউপি, থানা- দীঘিনালা, জেলা-খাগড়াছড়ি।

পু‌লিশ পিকআপ তল্লাশী করে গাড়ির পিছনের বড়িতে থাকা:
১। ২৪টি নীল রংয়ের ছিপিযুক্ত প্লাস্টিকের গ্যালন ভর্তি দেশীয় তৈরী চোলাই মদ, যাহার প্রতিটি গ্যালনে ৩৫ লিটার সর্বমোট (২৪×৩৫)= ৮৪০ (আটশত চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ।

২। ১৩টি নীল রংয়ের প্লাস্টিকের পুরাতন ক্যারেট, যাহার প্রতিটির মধ্যে ২৪টি মোট (১৩×২৪)=৩১২টি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগ। প্রতিটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের মধ্যে ০১ লিটার করে ৩১২টি ব্যাগের মধ্যে ৩১২ (তিনশত বার) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ সর্বমোট (৮৪০+৩১২)=১১৫২ (এক হাজার একশত বায়ান্ন) লিটার দেশীয় তৈরী চোলাই মদ।

৩। ০১(এক) টি রেজিঃ বিহীন নীল রংয়ের পুরাতন মিনি পিকআপ, যাহার ইঞ্জিন নং-অস্পষ্ট, চেচিস নং-অস্পষ্ট, যাহার অনুমান মূল্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা।

আ‌রও জিজ্ঞাসাবাদে আসামী এবং পলাতক আসামী আমিন(৪০) সহ দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে দেশীয় তৈরী চোলাই মদ মিনি পিকআপ গাড়ি যোগে চট্টগ্রাম শহরে নিয়ে অজ্ঞাত মানুষের নিকট বিক্রয় করেন বলে মর্মে স্বীকার করে।

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে দৈনিক নববার্তাকে খাগড়াছ‌ড়ি জেলা পু‌লিশ সুপার মুক্তা ধর পিপিএম বার ব‌লেন, আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হ‌য়ে‌ছে। বিধি মোতাবেক যথা সম‌য়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com