আজ বিজয়া দশমী। সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদ উৎসবের শেষ দিন আজ। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। দশমী মানেই দেবীদুর্গার ফিরে যাওয়া, আর ভক্তদের অপেক্ষা আরও একটি বছরের। সকাল থেকেই বিহিতপূজার মাধ্যমে পালিত হয়েছে দশমীপূজা। প্রতিমা নিরঞ্জনের পর আলিঙ্গনের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর দিন বিজয়া দশমী।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দশমী বিহিতপূজা শুরু হয়। পূজা শেষে দর্পণ-বিসর্জন দেওয়া হয়েছে। বিজয়া দশমীতেই দুর্গা কৈলাসে গমন করেন, তাই মা দুর্গাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে উঠছে সারা দেশের ন্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার ভক্তরা। অন্তরে দেবী মাকে রেখে বিদায়ের সুর বেজেছে ঢাক ও শঙ্খের ধ্বনিতে। মণ্ডপে মণ্ডপে পুরোহিতের মন্ত্র পড়ার পাশাপাশি ভক্তদের চোখে দেখা গেছে বেদনার জ্বল।
এরপর পূজার সব কার্যক্রম শেষে দেবীদুর্গাকে দেওয়া হয়েছে বিসর্জন। ঘিওরের অধিকাংশ পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন হয়েছে পুরাতন ধলেশ্বরী নদীর কুস্তা মহাশ্মশান সংলগ্ন ঘাটে। দুপুরের পর থেকে মণ্ডপ থেকে প্রতিমা নামিয়ে আনা হয়েছে।
বিসর্জন উপলক্ষে ঘিওর থানা এলাকার বিভিন্ন পয়েন্টে বাড়তি নিরাপত্তা নিয়েছে আনসারসহ ঘিওর থানা পুলিশ। সাথে ঘিওর ফায়ার সার্ভিসও। মহা ষষ্ঠীপূজার মধ্যদিয়ে গত শনিবার শুরু হয় পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। দশমীর বিহিতপূজা ও দর্পণ-বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট শচীন্দ্রনাথ মিত্রের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমারশীল গোবিন্দ।