dailynobobarta logo
আজ শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

কবি, অভিনেতা এবং নির্মাতা তারেক মাহমুদ আর নেই

প্রতিবেদক
রিয়েল তন্ময়, বিনোদন প্রতিবেদক
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ | ১০:১৮ পূর্বাহ্ন
কবি, অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদ

কবি, অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদ আর নেই। গতকাল ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান।

এছাড়াও তার বেশ কয়েকজন সহকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে লিখেছেন। রওনক হাসান বলেন, ‌‌‘মগবাজার কমিউনিটি হাসপাতালে তারেক ভাই না ফেরার দেশে চলে গেছেন! তার আত্মার শান্তি হোক।’

প্রয়াতকে নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘‘আমার নাটকে আমার একটি প্রিয় চরিত্র করেছিলেন তিনি। নাটকের নাম ‘গফুরের বিয়ে’। চরিত্রের নাম ছিল—আলতা পাগলা। বাস্তবে আলতা চরিত্রটি আমার কাকা। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে। চরিত্রটি যখন তাকে বুঝিয়ে বললাম, এমনভাবে তিনি করেছিলেন যে, তার ভেতরে আমি আমার কাকাকে দেখেছিলাম। তারেক ভাই শক্তিমান অভিনেতা ছিলেন। কিন্তু এই দেশ ও জাতি তাকে চিনতে পেরেছিল কিনা জানি না।’’

সবশেষ তিনি লেখেন, ‘অবশেষে শুধু বলে এই মানুষটা ভালো অভিনয় করতো। কেউ বলতে পারে না মানুষটা ভালো ছিল। তবে আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমাদের সহকর্মী সম্পর্কে নির্দ্বিধায় বলতে পারি এই মানুষটা একজন ভালো মানুষ ছিল। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, আমিন।’

জানা যায়, তারেক মাহমুদের জানাজা ও দাফনের বিষয়ে আজ শুক্রবার সিদ্ধান্ত হবে।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com