dailynobobarta logo
আজ শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

সন্তান কমান্ড হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা

প্রতিবেদক
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ | ১১:২১ অপরাহ্ন
সন্তান কমান্ড হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা

“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পালিত হলো মুক্তিযোদ্বা সংসদ সন্তান কমান্ডের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, মাটিরাঙ্গা উপজেলা কমিটির উদ্যােগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭ বীরশ্রেষ্ঠদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পরে উপজেলা অডিটোরিয়ামে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা সভাপতি হাসানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা আর্দশ উপজেলা চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জেলার সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জনাব রইছ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এম হুুমায়ন মোর্শেদ খান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক জেলা সভাপতি হারুন মিয়া।
সন্তান কমান্ড হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা
প্রধান অতিথি বলেন- স্বাধীনতা বিরোধী অপশক্তি আজও বসে নেই, যেখানে নবাব, সেখানেই মীরজাফর, তারা দেশে এবং দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। সন্তান কমান্ড হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা, তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে লক্ষে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য ঐক্য বদ্ধ থাকবে এই প্রত্যাশায় রাখি।

তিনি আরো বলেন- মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার ও ভবিষ্যত প্রজন্মের নিকট যুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য মুক্তিযোদ্বা সংসদ সন্তান কমান্ড বলিষ্ঠ ভুমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন- বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান। উপজেলা সন্তান কমান্ডের সহসভাপতি মোঃ আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাজু, পৌর সভাপতি মোঃ লিটন, মুক্তিযোদ্ধা পরিবার, গণমাধ্যমকর্মী প্রমূখ।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com