বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় চেংঙ্গুটিয়া গ্রামে মধ্যরাতে ৩টি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়দের সূত্রে জানা যায় গতকাল বুধবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক মান্নান হাওলাদার, রতন গাইন, লালমন মুন্সীর ছেলের দেয়া তথ্যমতে চোরচক্র টিনের বেড়া কেটে প্রায় অর্থ লক্ষ্য টাকার মালামাল নিয়ে যায়। চুরির মধ্যে নগদ টাকা, সিগারেট, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র রয়েছে।
উল্লেখ্য, চেংঙ্গুটিয়া গ্রামে গত তিন মাসে বেশ কিছু চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বলেন, প্রতিনিয়ত চেংঙ্গুটিয়া গ্রামে রাতের আধারে কিছু না কিছু চুরি হচ্ছে, বাসাবাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও ইজিবাইক, অটোভ্যান, ভ্যানের ব্যাটারি, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র। এছাড়াও মাদকেরও রমরমা ব্যবসায় চলে আসছে গ্রামেটিতে। মাদকের ভয়াল থাবা থেকে সন্তানদেরকে কিভাবে নিরাপদ রাখবেন সে উৎকণ্ঠায় দিন কাটছে গ্রামের সাধারণ মানুষের।