dailynobobarta logo
আজ শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

রামগতিতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদক
কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি
শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ | ৮:০০ অপরাহ্ন
মোটরসাইকেল দুর্ঘটনা

লক্ষ্মীপুরের রামগতিতে মালবাহী একটি ট্রাকচাপায় আরিফ (১৮) ও মোমিন (২০) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কের রামদয়াল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ রামগতি উপজেলার চর আলগী গ্রামের জামালের বাড়ির মো. সেলিমের ছেলে এবং মোমিন একই বাড়ির মনির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে আরিফ ও মোমিন নামের ওই দুই যুবক মোটরসাইকেলে করে হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে তারা দুইজনই ট্রাকের চাকার নীচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com