dailynobobarta logo
আজ শনিবার, ২৯ জুলাই ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

কেএইচএন’র পাঁচটি একক গানের অ্যালবাম প্রকাশ

প্রতিবেদক
রিয়েল তন্ময়, বিনোদন প্রতিবেদক
শনিবার, ২৯ জুলাই ২০২৩ | ১০:২৪ অপরাহ্ণ
কেএইচএন'র পাঁচটি একক গানের অ্যালবাম প্রকাশ

বাংলা গানের নতুন সূর্য হতে পাঁচটি একক অ্যালবাম নিয়ে হাজির কামরুল হাসান নাসিম ওরফে কেএইচএন। লেখক, নির্মাতা, গবেষক, দার্শনিক, রাজনীতিক এমন নানান পরিচয় রয়েছে কামরুল হাসান নাসিমের (কে এইচ এন)। এবার তার নামের যুক্ত হলো আরও একটি পরিচয়, সংগীতশিল্পী।

এবার গায়ক হিসেবে তাঁর আনুষ্ঠানিক ভিত্তি দাঁড় করালেন কামরুল হাসান নাসিম। গতকাল শুক্রবার একযোগে প্রকাশিত হলো তাঁর গাওয়া গানের পাঁচটি একক অ্যালবাম। বৃষ্টি, তুলনা, সুরঞ্জনা, পাগলা রাজা, ঈশ্বর নামে অ্যালবামগুলো সাজানো হয়েছে রক, হার্ড রক, থ্রাশ মেটাল ও ক্লাসিক ঘরানার ৪৫টি গান দিয়ে। প্রতিটি গানের কথা ও সুর নাসিম নিজেই করেছেন।

কামরুল হাসান নাসিমের অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব কায়সার হামিদ, অভিনেতা আরমান পারভেজ মুরাদ, জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী ও গণমাধ্যমকর্মী আয়শা এরিনসহ প্রমুখ সংস্কৃতিকর্মী।

কামরুল হাসান নাসিমের গান নিয়ে সৈয়দ ইশতিয়াক রেজা বলেন- ‘তাঁর গানের বক্তব্যে বিষয় বৈচিত্য রয়েছে। প্রেম থেকে শুরু করে সমাজ, রাজনীতির আশ্রয় প্রশ্রয় রয়েছে।’

অভিনেতা আরমান পারভেজ মুরাদ বলেন- ‘তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। কখন কী করবেন, তিনিই ভাল করে জানেন। তাঁর কন্ঠ, গানের কথা সব মিলিয়ে নতুন কিছু। তিনি ঈশ্বরপ্রদত্ত প্রতিভা।’

অন্যদিকে মোড়ক উন্মোচনের পর অনুষ্ঠিত হওয়া কনসার্টে উপস্থিত হয়ে পথিক নবী বলেন- ‘যেখানে গানের আয়োজন, আনন্দের আয়োজন, সেখানে দারুন প্রাণের উৎসবের সূচনা হয়। কেএইচএনের এই উদ্যোগকে স্বাগত জানাই। এমন দিনে তিনি তার সংগীতশিল্পী পরিচয়ে আবির্ভূত হলেন যখন দেশ রাজনৈতিক ভাবে উত্তাল। কেএইচএনের গানে কোনো ভনিতা নেই। তিনি নিজস্ব ভঙ্গিমায় গানগুলো নিয়ে হাজির হয়েছেন, শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছেন। আমি তাকে সাধুবাদ জানাই।’
কেএইচএন
তাঁর নিজের অনভূতি ব্যক্ত করতে গিয়ে কামরুল হাসান নাসিম বলেন- ‘শিল্প-সংস্কৃতির ২২টি অঙ্গনে বিচরণ করতে গিয়ে আমার মনে হয়েছে সঙ্গীতেও আমার সাক্ষর রাখা উচিত। সংগীতের এই যাত্রায় ২২০০ গান নিয়ে হাজির হতে চাই। তারই যাত্রা শুরু হলো। আমরা এতদিন গান তৈরিতে সময় দিয়েছি। এখন স্টেজে পারফর্ম করার মধ্য দিয়ে নিয়মিত শ্রোতাদের সামনে আসব হয়তো। সত্যিকারের থ্রাশ মেটাল শুনতে চাইলে, নিরাশ করব না। আবার শাস্ত্রীয় সঙ্গীত শুনতে চাইলেও প্রস্তুত থাকব।’

কামরুল হাসান নাসিম তাঁর সঙ্গীতজীবনে কেএইচএন নামেই পরিচয় বহন করতে চান। তাঁর গানগুলো ইউটিউব চ্যানেল কে এইচ এন টিউন নামের চ্যানেলে শুনতে পারবেন আগ্রহী শ্রোতারা। কেএইচএন বলেন- ‘আজ যদি প্রথম কেউ আমার নাম শুনে থাকেন, এখন থেকে নিয়মিতই শুনতেই থাকবেন।’
কেএইচএন'র গান পরিবেশন
মোড়ক উন্মোচন পর্ব শেষে কনসার্টে নিজের গানগুলো থেকে বেশ কয়েকটা গান পরিবেশন করেন নাসিম। এছাড়া কনসার্টে কে এইচ এন টিউনের রক উইংয়ের সদস্যরা পারফর্ম করেন। নাসিমের সঙ্গে কাজ করতে থাকা লিড গিটারিস্ট ও শিল্পী তৌহিদ বলেছেন, বাংলা গানের নতুন সূর্য হতেই কে এইচ এন এই অঙ্গনেও এলেন।’

রাজনৈতিক অঙ্গনে বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা হিসেবে কামরুল হাসান নাসিম পরিচিতি অর্জন করলেও নির্মাতা হিসেবে তিনি একাধিক চলচ্চিত্র, ডকুফিল্ম, টেলিছবি ও প্রামাণ্যচিত্র করেছেন।

একজন আবৃত্তিকার হিসাবে তিনি ব্যতিক্রমি নাম। ক্রীড়া সাংবাদিক হিসাবে তাঁকে দেশের অগ্রগণ্য সাংবাদিক হিসেবেও দেখা হয়। তিনি ক্রীড়ালোকের প্রধান সম্পাদক হিসাবে সাংবাদিকতার পেশায় নিযুক্ত রয়েছেন।

একসঙ্গে পাঁচটি অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে নাসিম গণমাধ্যমকর্মীদের বলেন, ‘দেখুন তাবৎ বিশ্বে এমন নজির আছে কি না যে, বিনোদন তথ্য দেয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এখন অনুসন্ধানী সাংবাদিকতাও করতে হবে বটে।’

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com