dailynobobarta logo
আজ মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

কৃষিমন্ত্রীর আসনে সোহেলসহ নৌকা প্রত্যাশী ৫ জন

প্রতিবেদক
রবিন তালুকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ | ৯:৪৮ অপরাহ্ন
কৃষিমন্ত্রীর আসনে সোহেলসহ নৌকা প্রত্যাশী ৫ জন

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের আসনে অধ্যাপক মেহেরুল হাসান সোহেলসহ আরও পাঁচজন এবার নৌকা প্রত্যাশী। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে ৬ জন মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন। কৃষিমন্ত্রীর বোন বেগম শামসুন নাহার চাঁপাও এবার এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী।

মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন জমা দেন অধ্যাপক মেহেরুল হাসান। সোহেল কেন্দ্রীয় যুবলীগের কার্য নির্বাহীর কমিটির সদস্য। তিনি ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন সোহেল।

অধ্যাপক মেহেরুল হাসান সোহেল বলেন- স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নেতৃত্বের বিকল্প নেই। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের কমিটি আপটুডেট করব এবং বঙ্গবন্ধুর আদর্শের ও শেখ হাসিনা নির্দেশিত প্রকৃত আওয়ামী লীগ প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করবো। শেখ হাসিনার নেতৃত্বে পুরো বাংলাদেশ আজ আলোয় আলোকিত, সেই আলোয় আমার এলাকাও আলোকিত করার চেষ্টা করবো।
কৃষিমন্ত্রীর আসনে সোহেলসহ নৌকা প্রত্যাশী ৫ জন
মেহেরুল হাসান সোহেলের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ির উপজেলার কাঠালিয়া বাড়ি গ্রামে। ছোট বেলা থেকে বঙ্গবন্ধু আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের মধ্য দিয়ে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন। অদম্য সাহসী মেহেরুল হাসান সোহেল রাজনীতির পাশাপাশি বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে ঘনিষ্ঠ ভাবে জড়িত। সলিমুল্লাহ এতিমখানার পৃষ্ঠপোষক।

জানা গেছে, টাঙ্গাইল-১ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, তার বোন বেগম শামসুন নাহার চাঁপা, ছরোয়ার আলম খান আবু, মেহেরুল হাসান সোহেল, মাসুদুর রহমান (মাসুদ রানা) ও অভিনেতা সিদ্দিকুর রহমান।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com