dailynobobarta logo
আজ বুধবার, ২২ নভেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ট্রেনের ছাদে যুবককে হত্যা, ৫ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি
বুধবার, ২২ নভেম্বর ২০২৩ | ৫:৪৭ অপরাহ্ন
যাবজ্জীবন

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠে কমিউটার ট্রেনের ছাদে এক যুবককে হত্যা করে রেললাইনে ফেলে রাখার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে জামালপুর স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাসিন্দা জীবন, গাজীপুর জেলার বাসিন্দা শিপন, রাজধানী মিরপুরের বাসিন্দা রাকিব, কুমিল্লা জেলার বাসিন্দা সোহেল এবং মানিকগঞ্জ জেলার বাসিন্দা রনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নূরুল করিম ছোটন জানান- ২০১১ সালের ১৩ জুন জামালপুরের দুরমুঠ রেলওয়ে স্টেশনের রেল লাইনে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পায় পুলিশ। পরে ময়নাতদন্তের পর দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার এ এস আই নজরুল ইসলাম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তদন্ত করে পুলিশ এই পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলায় ৭জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রায় ঘোষণার পর ৪জন আসামিকে কারাগারে প্রেরণ করা হয়। তবে এই মামলায় রনি নামে সাজাপ্রাপ্ত আসামি এখনো পলাতক রয়েছে। বাকি আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com