‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এমন প্রতিপাদ্যে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সুবিধাবঞ্চিত ও হতদরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও নির্বাহী অফিসার ফজলে রাব্বি উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, খাদ্য পরিদর্শক রুবেল আলমসহ ডিলার ও উপকারভোগীরা।
এ সময় কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাল বিক্রি করা হয়। অনেকদিন পর ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন দরিদ্ররা।
উপজেলা খাদ্য পরিদর্শক রুবেল আলম জানান, তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নে মোট ৬ হাজার ৬শত ৬৬ জন কার্ডধারী হতদরিদ্ররা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা চাল কিনে উপকৃত হচ্ছেন। প্রকৃত কার্ডধারীরা যাতে এ সুবিধা থেকে বঞ্চিত না হন সে জন্য সার্বিক কার্যক্রম মনিটরিংয়ে কাজ করছে খাদ্য অধিদপ্তর। এ বছর এটা দিয়ে পাঁচবার চাল বিতরণ করা হলো।