dailynobobarta logo
আজ শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

রাজাপুর উপজেলা ছাত্রদলের অহব্বায়ক কিরনের পদত্যাগ

প্রতিবেদক
অহিদ সাইফুল, ঝালকাঠি প্রতিনিধি
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ | ৪:৩৩ অপরাহ্ন
রাজাপুর উপজেলা ছাত্রদলের অহব্বায়ক কিরনের পদত্যাগ

ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মো. আল ইমরান কিরন’র দলীয় পদ এবং দলের সকল কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে তার নিজ ফেসবুক প্রোফাইলে পদত্যাগ পত্রের কপি আপলোড করে স্ট্যাটাস দিয়ে তিনি এই বিষয়টি জানান।

ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর একটি পদত্যাগ পত্রে দেখা যায়, পারিবারিক অসুবিধা এবং নিজের শারীরিক সমস্যার কারণে তিনি উক্ত পদ থেকে পদত্যাগের এই সিদ্ধান্ত নেন। তিনি একই সাথে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও নিজেকে সরিয়ে নেয়ার কথা জানান। পদত্যাগ পত্রে জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে এটি গ্রহন করার অনুরোধ জানান।

পদত্যাগের বিষয়ে আল ইমরান কিরন বলেন, আমি শারিরীক ভাবে অসুস্থ থাকায় আমার উপরে অর্পিত দলের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমার মা ক্যান্সারের রোগী এবং বাবা বয়োবৃদ্ধ লোক। তাই আমার উপরে দিপদ আসলে তাদের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তখন নিজেকে বোঝাতে পারবো না। আমার উপরে ইতোমধ্যে বিভিন্ন সময় নিজ দলের এবং সরকারি দলের হামলা হয়েছে তাতে আমার পরিবার সবসময় ভীতসন্ত্রস্ত হয়ে থাকে। তাই আমি সব দিক ভেবে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান বলেন, আমি শুনেছি বিকেলে একটি পত্র দফতরে এসেছে। তবে এখনো আমার হাতে পাইনি। হাতে পেলে আনুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত নিব।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com