dailynobobarta logo
আজ রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

গণভবনে নৌকার ৩ হাজার ৩৬২ মনোনয়ন প্রত্যাশী

প্রতিবেদক
দৈনিক নববার্তা ডেস্ক
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ | ১২:০৪ অপরাহ্ণ
গণভবনে নৌকার ৩ হাজার ৩৬২ মনোনয়ন প্রত্যাশী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশীরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে প্রবেশ করছেন। বোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনের প্রবেশপথে তাদের দীর্ঘ লাইন দেখা যায়।

দলীয় সূত্রে জানাযায়, নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তিন হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীকে গণভবনে ডাকা হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন। এর আগে শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে ডাকা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ নভেম্বর সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আরও বলা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলে গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। এই চার দিনে ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন। এদিকে দলীয় সূত্রে জানাযায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। সংসদীয় মনোনয়ন বোর্ডের ধারাবাহিক সভার মাধ্যমে আট বিভাগে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি-তা শুধু ঘোষণার অপেক্ষামাত্র।

সারা দেশে ৩০০ সংসদীয় আসনে নতুন মুখ যেমন এসেছেন, তেমনি বাদও পড়েছেন পুরোনো বিতর্কিত ও বয়সের ভারে ন্যুব্জরা। জনগণের ভোটে বিজয়ী হতে পারবেন-এমন প্রার্থী কাউকেই বাদ দেওয়া হয়নি। একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে হাতেগোনা কিছু ছাড়া বেশিরভাগ প্রার্থীই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে যাচ্ছেন।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com