দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জামালপুর জেলায় ০৫ টি সংসদীয় আসনে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সারাদেশের ৩০০ আসনের সাথে জামালপুরের ০৫ টি আসনের মনোনয়ন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জামালপুর জেলায় মনোনয়ন প্রাপ্তরা হলেন আওয়ামী লীগের জামালপুরে নৌকা মনোনয়ন পেলেন যারা:
জামালপুর ১-(দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে নুর মোহম্মদ, জামালপুর ২- ইসলামপুর আসনে ফরিদুল হক খান দুলাল, জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মির্জা আজম, জামালপুর- ৪ (সরিষাবাড়ি) আসনে মাহবুবুর রহমান হেলাল ও জামালপুর- ৫ (জামালপুর সদর) আবুল কালাম আজাদ।
এরমধ্যে জামালপুর ১ আসনে বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জামালপুর ৪ আসনে ডা. মুরাদ হাসান ও জামালপুর সদর আসনে ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেন বাদ পড়েছেন।
এর আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর মনেনয়নপত্র জমা দেয়ার তারিখ নির্ধারণ ও আগামী বছর ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।