আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এসএম জাহিদ।
তিনি বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তার জন্মস্থান দৌলতপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরীর কাছে অফিশিয়াল ভাবে মনোনয়নপত্র জমা দেন।
এসময় সালাউদ্দিন মাহমুদ জাহিদ মানিকগঞ্জ-১ আসনের ভোটারদের উদ্দেশ্য করে বলেন আমি নৌকার মনোনয়ন চেয়েছিলাম পাইনি। তবে আপনাদের রেখে আমি থাকতে পারবো না। আপনাদের সাথে আছি থাকবো ইনশাআল্লাহ।
আপনারা আগামী ৭ জানুয়ারী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে কথা বলার সুযোগ করে দিবেন। তিনি আরও বলেন আমি নির্বাচিত হলে মানিকগঞ্জ-১ আসনকে মডেল আসন হিসেবে গড়ে তুলবো।
আমি চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। যে সমস্ত জায়গা উন্নয়ন থেকে বঞ্চিত সেগুলো আমি করতে চাই। আমি চরের ছেলে চরকে আধুনিক করতে চাই। নদী ভাঙ্গন রোধে বেরী বাঁধ নির্মাণ করতে চাই। আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহবান জানান।