সিলেট নগরীর খাসদবীরস্থ উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট এর ১৬তম ওয়াজ মাহফিল শুক্রবার (১ ডিসেম্বর) বাদ জুমআহ থেকে মধ্যরাত পর্যন্ত ৫নং ওয়ার্ডের প্রথম গলীতে মোট ৫ পর্বে সম্পন্ন হয়েছে।
উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন- হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব, সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম দারুস সালাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও খাসদবীর জামে মসজিদের ইমাম ও খতিব।
উক্ত ওয়াজ মাহফিলে তাফসির পেশ করেন -জন্ম থেকে অন্ধ বগুড়ার জনপ্রিয় হাফিজ মাওলানা আব্দুল্লাহ বিন আনিছ সাহেব, হযরত মাওলানা শামছুল ইসলাম হাদী সাহেব (ইমাম ও খতিব বায়তুক জান্নাত জামে মসজিদ), হযরত মাওলানা আব্দুল্লাহ আল-মামুন সাহেব (ইমাম ও খতিব নূরীয়া জামে মসজিদ বাগবাড়ী), হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব (বাহুবলী) সহ আর অনেক উলামায়ে কেরামগণ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস সামাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, আজকের সিলেট ডটকমের সম্পাদক ও প্রকাশক সাইফুল তালুকদার, মো: হারুনুর রশিদ, অনলাইন টাইমবাংলা ডটকমের সিলেট প্রতিনিধি শহীদুর রহমান জুয়েল, সিলেট বাইশটল্লাহ এতিমখানা প্রিন্সিপাল মাওলানা তুফায়েল আহমদ।
উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট ধর্ম সম্পাদক মুসলেহ উদ্দিন, আরফিন রাতুল, মামুনুর রশিদ রাজিব, হিরো, এনামুল, আহাদ, খালেদ, হা:এহসান, আল মাহবুব, আহমেদ, আদনান, মাশহুদ আহমদ, তাওহীদুল ইসলামজা, কারিয়া আহমদ, হা:মুজাক্কির আহমদ, আল আমিন, জনি প্রমূখ।