বিএনপি ডাকা অবরোধ চলাকালে গুইমারার হাফছড়ি এলাকায় সরকারি চাল বহনকারী ট্রাকে পেট্রোল বোমা মেরে ট্রাকের হেলপার বেলাল হোসেন (৪২) কে পুড়িয়ে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমের সঞ্চালনা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তরা বলেন- বিএনপি জামায়াত অতীতে যেমন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে দেশটাকে ধংসস্তুপে পরিনিত করতে চেয়েছিলো,আজও তারা সেই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে মানুষের জানমাল ক্ষতি করে সারাবিশ্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে সুপরিচিত অর্জন করেছে।
তাদের এই নৃশংস হত্যাযোগ্য আর মেনে নেবে না দেশের জনগন।
আওয়ামী লীগ শান্তি প্রিয় দল, তারা সব সময় দেশের সাধারন মানুষের পাশে থেকে সার্বিক সহায়তা করেছে, সেই ধারাবাহিকতা ভবিষ্যতে ও বজায় রাখতে প্রতিশ্রুতি বদ্ধ। তাই দেশে সাধারন মানুষকে সাথে নিয়ে তাদের তাদের সকল অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দেবে আওয়ামী লীগ। সমাবেশ থেকে ট্রাক শ্রমিক বেলাল হোসেনের হত্যাকাণ্ডে জড়িত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোড়ালো দাবী জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংস্ইুপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, খাগড়াছড়ি জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ মেহেদী হাসান হেলাল প্রমুখ।