dailynobobarta logo
আজ বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

মানিকগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস আজ

প্রতিবেদক
আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি
বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ | ৯:২৪ পূর্বাহ্ন
মানিকগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস আজ

আজ মানিকগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১৩ ডিসেম্বরের এই দিনে জেলার মুক্তি বাহিনীর প্রচন্ড আক্রমণে মানিকগঞ্জ ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। সকাল থেকে মুক্তিবাহিনী ও সাধারণ জনতার বিজয় উল্লাস ছড়িয়ে পড়ে পথে প্রান্তরে। মুক্ত আকাশে উড়ে লাল সবুজ পতাকা।

সিংগাইরের গোলাইডাঙ্গা সুতা লরি আজিমনগর, বায়ড়া, নিড়ালি, তেরশ্রী, সাটুরিয়াসহ বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি খন্ড যুদ্ধ হয়। গ্রামে গ্রামে হামলা চালায় পাকিস্তানি দোসর ও রাজাকাররা, পুড়িয়ে দেয় কয়েক হাজার ঘরবাড়ি। ৯ মাসের মুক্তিযুদ্ধে এ জেলায় শহীদ হন ৫৮ জন মুক্তিযোদ্ধা।

এছাড়াও হত্যা করা হয় সাত হাজার গ্রামবাসীকে। ২২ নভেম্বর পাকিস্তানি বাহিনী ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে হামলা চালায় এবং তেরশ্রী গ্রামের জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী ও তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জনকে হত্যা করে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে পাকিস্তানি হানাদাররা মানিকগঞ্জ থেকে পালাতে শুরু করে। অবশেষে ১৩ ডিসেম্বর মুক্ত হয় মানিকগঞ্জ।

এ উপলক্ষে আজ ১৩ ডিসেম্বর বুধবার রাত ১২টা ১ মিনিটে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আয়োজনে মোমবাতি জ্বালিয়ে দিনব্যাপী দিবসটি পালনের শুভ সূচনা করেন জেলা প্রশাসক রেহেনা আকতার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার গোলাম আজাদ খান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিনসহ জেলার বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধারা।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com