ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী আলী আহসান মুহাম্মদ জুবাইর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ইবি শাখার ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) নির্বাচিত হয়েছেন। শনিবার বিএনসিসির খুলনা সুন্দরবন রেজিমেন্টে তাঁকে এই পদোন্নতি প্রদান করেছেন। এর আগে তিনি ক্যাডেট সার্জেন্ট পদে ছিলেন।
আলী আহসান মুহাম্মদ জুবাইর ইবির আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তাঁর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়। আজ ১৬ ডিসেম্বর শনিবার সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার ও ব্যটালিয়ন অ্যাডজুট্যান্ট তাকে ক্যাডেটদের সর্বোচ্চ র্যাঙ্ক সিইউও এর ব্যাচ পরিয়ে দেন।
এ সময় সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মোঃ নাহিদুজ্জামান, বিজিবিএম, পিবিজিএম, আর্টিলারি ও রেজিমেন্ট এডজুটেন্ট মেজর পলাশ কুমার বিশ্বাস, ইএমই এবং সামরিক ও বেসামরিক প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পদোন্নতি পাওয়ার বিষয়ে জুবাইর বলেন, ‘বিএনসিসি একটি সুশৃঙ্খল স্বেচ্ছাসেবী সংগঠন, যা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করে যেতে চাই। এ ছাড়া আমার অধীনস্থ-সব ক্যাডেটকে দেশপ্রেম ও শৃঙ্খলাবোধে উদ্বুদ্ধ করতে চাই।’
ইবি প্লাটুনের কমান্ডার প্রফেসর আন্ডার অফিসার অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ জুবাইয়ের এই প্রাপ্তিতে আমরা আনন্দিত। আমি আশা করি তিনি তাঁর যোগ্যতা ও মেধা দিয়ে প্লাটুনকে আরও সমৃদ্ধ করবেন।’