শেরপুরে ২ দিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। ৪ আগষ্ট শুক্রবার বিকেল ৪ টায় শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খাস পাড়া গ্রামে এ প্রতিযোগিতা শুরু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আকবর আলীর সভাপতিত্বে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন সদর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
এসময় লুৎফর রহমান উজ্জ্বল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চরপক্ষিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মন্টু, সাবেক মেম্বার আলহাজ্ব সিরাজুল ইসলাম, আজমত আলী মেম্বার, আয়োজক কমিটির পক্ষে আঃ গফুর প্রমূখ।
প্রতিযোগিতায় পৃথক ৩টি গ্রুপে জেলা এবং দেশের অন্যান্য জেলা থেকে শতাধিক ঘোড়াসহ ঘোড়া সোয়ার অংশ নেয়।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়া দৌড় দেখতে স্থানীয় এলাকাবসীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত আবাল-বৃদ্ধ-বণিতারা ভীর করে।
প্রতিযোগিতার দ্বিতীয় দিন ৫ আগষ্ট শনিবার বিকেলে চুড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ফ্রিজ, এলইডি টিভি ও মোবাইল ফোন উপহার প্রদান করা হবে বলে আয়োজকরা জানায়।