dailynobobarta logo
আজ সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

হাতীবান্ধায় ঈগল প্রতীক ও নৌকা প্রতীক সামর্থকদের মধ্যে সংঘর্ষ

প্রতিবেদক
আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ | ৭:০২ অপরাহ্ণ

আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট-১ (হাতীবান্ধা- পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ঈগল প্রতীক ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ৯ জন আহত হয়েছে। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর (রবিবার) রাত ৮ টার দিকে উপজেলার দোয়ানি সাধুুরবাজার ও মিলন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সাজ্জাদ হোসেন (২১) মনির (২০), বাদল মিয়া (৩৮), রমজান আলী (৩২), আল আমিন (১৮), বিপ্লব হোসেন (১৯), অর্নব (২৪), মাছুম হোসেন (২৮) ও পাটগ্রাম উপজেলার যুবলীগের ক্রীড়া সম্পাদক রাসেল(৩০)

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, দোয়ানি সাধুর বাজার এলাকায় রাত ৮ টায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের পক্ষে ঈগল মার্কার সমর্থকরা একটি মিছিল বের করলে নৌকার সমর্থকরা তাদের ওপর হামলা চালায় এবং ঈগল প্রতীকের নির্বাচনি অফিস ভাঙচুর করে। একই উপজেলার মিলন বাজার এলাকায়ও ঈগল প্রতীকের অফিস ভাঙচুর করে।

এর আগে পাটগ্রাম উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক ও ঈগল মার্কার সমর্থক রাসেলকে নৌকার সমর্থকরা মারধর করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকেও পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান বলেন, ঈগল পাখির জনপ্রিয়তা দেখে আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর এবং আমাদের সমর্থকদের মারধর করছেন নৌকা প্রার্থীর সমর্থকরা। এ বিষয়ে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ারুল হক বলেন, আহত ৯ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটি মিছিল পূর্ববর্তী মিছিলে হাতাহাতি ও কিছু পোস্টার ছিড়ে ফেলা হয়। পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমি উপস্থিত হই। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ দিলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com