আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
রবিবার (০৬ আগস্ট) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ও ঘিওর ধলেশ্বরী নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নানসহ মৎস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও ২৮ শে আগস্ট থেকে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ চলবে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ, মাইকিং করা হচ্ছে। মৎস্য খামারিদের নানা পরমর্শ ও প্রশিক্ষনের ব্যবস্থা করাসহ দেশীয় প্রজাতির মাছ রক্ষায়, চায়না চাঁই, কারেন্ট জাল ও খালে বিলে ভেসাল জালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট এ সপ্তাহ থেকে চলমান থাকবে।