মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় শীর্তাতদের মাঝে প্রায় শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার রাঢ়িখাল ইউনিয়ন রিক অফিস থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। রিকের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আলতাফ হোসেনের পরিচালনায় কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রিক শ্রীনগর এড়িয়া ব্রাঞ্চ ম্যানেজার হাবিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন- রাঢ়িখাল ইউপির মহিলা সদস্য নার্গিস সুলতানা, ইউপি সদস্য রফিক মোল্লা, রিক ভাগ্যকুল শাখা ব্রাঞ্চের ম্যানেজার আসাদুজ্জামান, এমআইএস কর্মকর্তা রাইসুল ইসলাম, রিকের স্বাস্থ্য কর্মকর্তা জিহাদ হোসাইন, শুভ্রদেব মিস্ত্রি ও রেদোয়ান হোসেন প্রমুখ।
মন্তব্য করুন