নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার হরিপুর মোড়ে দুইটি আমের আড়ৎঘর ভাংচুর সহ লুটপাটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে চাচাহার দক্ষিনপাড়ার মৃত ছাদেক উদ্দীনের পুত্র কাইফুর রহমান বাদী হয়ে সাপাহার থানায় মামলা দায়ের করেছে।
মামলা সুত্রে জানা যায়, ওই আড়ৎঘরের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ঘটনারদিন গত মঙ্গলবার মধ্য রাতে চাচাহার উত্তরপাড়া মৃত- ময়েজ উদ্দীনের পুত্র শরিফুল ইসলাম (৪৫), শাহজাহান আলী (৩৮), মৃত- জয়নাল আবেদীনের পুত্র আজম আলী (৪৬), ময়েজ উদ্দীনের পুত্র আব্দুল মতিন (৪৬), তিলনা চ্যাংকুড়ীর মৃত- ছমির উদ্দীনের পুত্র রফিকুল ইসলাম (৬২) সহ ১০-১১ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে আড়ৎঘরে অবৈধ ভাবে প্রবেশ করে ভাংচুর শুরু করে। এ সময় কাইফুর রহমান কে প্রাণে মেরে ফেলার হুমকী দেওয়ার ঘটনা ঘটে।
ভাংচুরের পর আড়ৎঘরে থাকা ৬৫ বাইন টিন, ক্যারেট ১২০০ পিচ, চেয়ার ১০০ টি, টেবিল ৫ টি, লোহার রড ৫০ মন চুরি করে নিয়ে যায় অভিযুক্তরা। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা এবং ক্ষতির পরিমান আনুমানিক ১২ লক্ষ টাকা।
ঘটনার প্রতিকার চেয়ে পরদিন রাতে চাচাহার দক্ষিনপাড়ার মৃত ছাদেক উদ্দীনের পুত্র কাইফুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামী করে সাপাহার থানায় মামলা দায়ের করেছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এঘনার প্রেরিক্ষে একটি মামলা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।