dailynobobarta logo
আজ বুধবার, ৩ জানুয়ারি ২০২৪ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ভালুকায় বয়লার বিস্ফোরণে কারখানা মালিকের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
বুধবার, ৩ জানুয়ারি ২০২৪ | ৫:৫২ অপরাহ্ণ
ভালুকায় বয়লার বিস্ফোরণে কারখানা মালিকের মর্মান্তিক মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অনিবন্ধিত একটি কারখানার বয়লার বিস্ফোরিত হয়ে কারখানা মালিক বিল্লাল মুন্সির (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাইদুল ইসলাম (৪২) ও আব্দুল লতিফ (৩৫) নামে আরও দুইজন সহযোগী গুরুতর আহত হয়। নিহত বিল্লাল মুন্সি ভায়াবহ এলাকার সাহেদ আলী মুন্সির ছেলে।

জানা যায়, বুধবার (৩ডিসেম্বর) সকালে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ এলাকায় এই ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ জানান, দীর্ঘদিন যাবত বিল্লাল মুন্সি কারখানায় প্লাস্টিকের জিনিসপত্র পুড়িয়ে ডিজেল, পেট্রোল ও অকটেন তৈরি করতো। আজ সকালে আগুন ধরানোর সময় বয়লারটি বিস্ফোরিত হয় এতে ঘটনাস্থলেই বিল্লাল মুন্সির মৃত্যু হয় এবং তার দুই সহযোগী সাইদুল ইসলাম (৪২) ও আব্দুল লতিফ (৩৫) গুরুতর আহত হয়।

এ সময় দ্রæত কারখানার ভিতরে আগুন ছড়িয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে সাইদুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রæত ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয় এবং আব্দুল লতিফ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় আছে। আহত সাইদুল ইসলাম নিহত বিল্লাল মুন্সির ভাগিনা বলে জানা যায়। ঘটনার পরপরই স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু ও উপজেলা নির্বাহি অফিসার মোঃ এরশাদুল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি এবং নিহতের লাশ উদ্ধার করে মডেল থানায় হস্তান্তর করি।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

সর্বশেষ - মানিকগঞ্জ

আপনার জন্য নির্বাচিত
Social Media Auto Publish Powered By : XYZScripts.com