dailynobobarta logo
আজ রবিবার, ৭ জানুয়ারি ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

লক্ষ্মীপুরে প্রথম ৪ ঘন্টায় ভোট পড়েছে ১৩ শতাংশ

প্রতিবেদক
কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি
রবিবার, ৭ জানুয়ারি ২০২৪ | ১:১৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি :
সারাদেশের সাথে লক্ষ্মীপুরে ৪৭৭টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিরতিহীন ভোটগ্রহন শুরু হয়েছে। ভোট শুরুর প্রথম ৪ ঘন্টায় দুপুর ১২ টা পর্যন্ত ভোট প্রয়োগের হার প্রায় ১৩ শতাংশ। এসময় পর্যন্ত ৪৭৭টি কেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ৯৪ হাজার ৫৯৭ ভোট। প্রয়োগকৃত ভোটের চিত্র আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

সরেজমিন ঘুরে জানা যায়, লক্ষ্মীপুর পৌর এলাকার পাবলিক স্কুল কেন্দ্রে মোট ভোটার ২৯০৬ জন। সকাল ১০টা পর্যন্ত এখানে ৬টি বুথে মোট ভোট পড়েছে ১৫২টি।
পৌর লাহারকান্দি উচ্চবিদ্যালয়ে মোট ভোটার ৩০৯৯ জন। ১০ টা পর্যন্ত এখানে ভোট পড়েছে ৭৯ টি।
সদর উপজেলার গৌরিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১৭৮৭ জন। সকাল ১০টা পর্যন্ত এখানে ভোট পড়েছে ১০০টি।

সকাল ৮ টা থেকে বেলা ১০টা পর্যন্ত ২ ঘন্টায় এসব কেন্দ্রে গড়ে ভোট প্রয়োগের হার ৪ শতাংশের বেশী। এসব কেন্দ্রে মোট ভোটের হিসেবে ২ ঘন্টায় প্রয়োগকৃত ভোট ২৩ ভাগ।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার ৪টি আসনে মোট ৪৭৭ টি কেন্দ্রে ভোট শুরুর প্রথম ২ ঘন্টায় ভোট প্রয়োগের চিত্র অনেকটা একই রকম।

বেশীরভাগ ক্ষেত্রে কেন্দ্রগুলোতে আশানুরূপ ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

স্থানীয় ভোটাটরা জানায়,রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় কেন্দ্রের আশেপাশে ককটেল বিস্ফোরন করেছে দুর্বৃত্তরা। এছাড়া গ্রামের বিভিন্ন এলাকায় কেন্দ্রে আসার পথে গাছের গুঁড়ি ফেলে নির্বিঘ্ন চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। অবশ্য খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহীনি ঘটনাস্থলগুলো তাৎক্ষনিক পরিদর্শন করেছে এবং গুঁড়ি সরিয়ে রাস্তা অবমুক্ত করে দিয়েছে। আইনশৃঙ্খলা বাহীনির উপস্থিতিতে দুর্বৃত্তরা গা ঢাকা দিয়ে থাকে। চলে গেলে ফের বাধার চেষ্টা করে তারা।
এসব কারনেই কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম বলে জানায় স্থানীয়রা।

কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মো. ফরহাদ হোসেন জানান,দুপুর ১২টা পর্যন্ত লক্ষ্মীপুরের ৪ টি আসনের ৪৭৭ কেন্দ্রে মোট ভোটের ১৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
এ পর্যন্ত ভোট পড়েছে ১ লাখ ৯৪ হাজার ৫৯৭টি।

লক্ষ্মীপুরের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন,সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহন চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে জেলায় সেনাবাহিনীর ৩৪৫ জন সদস্য, ১০ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৮টি পেট্টোল টিম, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।

এবার লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১৪ লাখ ৯৬ হাজার ৫৯৬। তাদের মধ্যে নারী ভোটার ৭ লাখ ২২ হাজার ৩৯৯, পুরুষ ভোটার ৭ লাখ ৭৪ হাজার ১৯৩। আর হিজড়া ভোটার ৪ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন প্রার্থী। এর মধ্যে ২ জন প্রার্থী ইতোমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com