লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরআগে দুপুরে উপজেলার পৌর মহাশ্মশান ঘাট মন্দিরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মন্দির কমিটির লোকজন শ্মশানের তালা খুলে দেখতে পায় ভিতরে কালী প্রতিমা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও মন্দিরে বিভিন্ন স্থানে ভাঙচুর, আসবাবপত্র ও কাগজপত্রে অগ্নিসংযোগ করেছে দূর্বত্তরা।
পৌর শ্মশান ঘাট মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম রায় জানান, দূর্বত্তরা মন্দিরের মা কালির প্রতিমা ভাঙচুর করেছে এছাড়াও মূল্যবান কাগজপত্র জ্বালিয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার পরই জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. মিলন মন্ডল জানান, বিভিন্ন সময় সনাতন ধর্মালম্বীদের উপসনালয়গুলো আক্রান্ত হচ্ছে। এ ঘটনার সাথে জড়িদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
জেলা প্রশাসক বেগম সুরাইয়া জাহান জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, লক্ষ্মীপুরে এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রতি বজায় আছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।