লক্ষ্মীপুর জেলার সিএমএসএমই ক্লাস্টার চিহ্নিতকরণ, ক্লাস্টারের সাথে ব্যাংকের সম্পৃক্ততা বৃদ্ধি ও অর্থায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা শহরের একটি চাইনিজ রেস্তোরায় ব্র্যাক ব্যাংকের উদ্যোগে এ আয়োজন করা হয়।
ব্র্যাক ব্যাংকের পিএলসি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড জামশেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
রায়পুর পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ফাতেমা শিরিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ব্র্যাক ব্যাংকের পিএলসি ডিএমডি এবং হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) এসএমই ব্যাংকিং ডিভিশন এস এম আলমগীর হোসেন ও লক্ষ্মীপুর চেম্বার অব কমার্সের সভাপতি এম আর মাসুদ।
আয়োজকরা জানায়, বাংলাদেশ ব্যাংক সারাবছর ধরে বিভিন্ন জেলায় ক্লাস্টার ফাইন্যান্সিং বিষয়ক কর্মশালা আয়োজনের জন্য বিভিন্ন ব্যাংককে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব দিয়েছে। এর সূত্র ধরে লক্ষ্মীপুর ও গাইবান্ধা জেলার লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক দায়িত্ব পেয়েছি।