সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে।
আজ বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ ধাপে ২২ হাজার ১০১টি গৃহ ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ১২টি জেলা ও ১২৩টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন হিসেবে ঘোষণা করেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান।
এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।