বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) প্রকল্প গাড়ীচালক সমিতির বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী বনভোজন ২০২৪ইং।
শুক্রবার ২৩শে ফেব্রুয়ারি সকাল ৭.৪৫মিঃ সড়ক গবেষণাগার ল্যাবরেটরি অফিস মেইন গেইট থেকে বাস যাত্রা শুরু।
বলিয়ারপুর, যমুনা ন্যাশনাল পার্ক ও পিকনিক স্পট পৌঁছে একে একে জড়ো হয় সব বন্ধুরা। মুহূর্তে পিকনিক স্পট পরিনত হয় মিলনমেলায়। অংশ গ্রহণকারী অতিথি পরিবারদের বরণ করে সদস্যরা। ভিতরে বয়ে যায় প্রাণের উচ্ছ্বাস। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজনে বর্ণময় হয়ে ওঠে পিকনিক স্পট।
বিভিন্ন ইভেন্টে মজার মজার খেলাধুলার অংশে শিশুদের জন্য বাস্কেটবল নিক্ষেপ সদস্যদের ছিলো মিনি ফুটবল বার ক্লিক, ফ্যামেলী অতিথিদের মিউজিক্যাল বালিশ খেলা। উপস্থিত সবার জন্য কুইজ প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগীতায় প্রতিযোগিদের প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় পুরুস্কার তুলে দেন সড়ক ও জনপথ (সওজ) প্রকল্প গাড়ীচালক সমিতির কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সদস্য।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজস্ব মিউজিক্যাল ব্যান্ড (পোকাপল) দল এর চমৎকার সঙ্গীত পরিবেশন। সময়ের জনপ্রিয় পাওয়ার ভয়েজ’ খ্যাত গায়িকা রুবাইয়া এবং ফারিয়া (রুহি) কন্ঠে সংগঠনের সদস্যরা ছিলো মাতোয়ারা। অনবদ্য গানের সাথে নৃত্য পরিবেশন করেন ফারিয়া (রুহি)।
যুগলবন্দী মডান ড্যান্স পরিবেশন করে রাজিব ও পারভেজ। মুহুতে বহুমাত্রিক রূপ পায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালা। সন্ধ্যা হতেই অনুষ্ঠানের মাঠ হয়ে উঠে লোকারণ্য।
আকর্ষণীয় র্যাফেল ড্র-এর মধ্য দিয়ে সমাপ্ত হয় সারা দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) প্রকল্প গাড়ীচালক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী বনভোজন ২০২৪ইং।
২০১৮ সালে ২ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয় সড়ক ও জনপথ (সওজ) প্রকল্প গাড়ীচালক সমিতির।