dailynobobarta logo
আজ বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

শ্রীনগরকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা

প্রতিবেদক
মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | ১২:১৪ পূর্বাহ্ন
শ্রীনগরকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা

শ্রীনগর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে প্রধানমন্ত্রী দেশের ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষণার সাথে শ্রীনগর উপজেলার নামও ঘোষণা করেন। এ সময় শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবুজাফর রিপনসহ সকলেই করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে সাধুবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণার পরপরই আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) শ্রীনগর উপজেলার ২১টি ভূমিহীন পরিবারের হাতে ২ শতাংশ জমির উপর পাকা ঘরের দলিল তুলে দেওয়া হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, বীর মুক্তিযোদ্ধা, গনমাধ্যমকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

জানা যায়, উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ১৪টি, বাঘড়া ইউনিয়নে ৫টি ও হাঁসাড়া ইউনিয়নে ২টি মোট ২১টি উপকারভোগী পরিবারকে ২ শতাংশ জমি কবুলিয়ত দলিলমূলে নামজারি করে ঘর দেওয়া হয়। এনিয়ে হালনাগাদকৃত তালিকা মোতাবেক শ্রীনগর উপজেলার সর্বমোট ১৫৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মধ্যে দিয়ে শ্রীনগর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com